রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর মহামান্য ৪র্থ সংঘরাজ এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কর্তৃক "সাদা মনের মানুষ" উপাধিতে ভূষিত, মায়ানমার সরকার কর্তৃক অগ্রমহাপন্ডিত উপাধীপ্রাপ্ত, বহু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা পরিচালক, মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের'র মরদেহ পেটিকাবদ্ধকরণ উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় রূপকারী ইউনিয়নের মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পার্বত্য ভিক্ষু সংঘের প্রাক্তন সভাপতি সুমনালংকার মহাথের'র সভাপতিত্বে তিলোকানন্দ মহাথের'র মরদেহ পেটিকাবদ্ধকরণ উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
ভদন্ত তিলোকানন্দ মহাথের'র জীবনী স্মরণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি উপজেলার সদ্য সাবেক নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক খাগড়াছড়ি রুমানা আক্তার, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।
কাচলং সরকারি কলেজের শিক্ষক স্মরণীকা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শান্ত জ্যোতি মহাথের।
বক্তারা বলেন তিলোকানন্দ মহাথের তিনি জীবদ্দশায় অসহায় মানুষের পাশে ছিলেন বিশেষ করে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন, তিনি কাচালং শিশু সদন প্রতিষ্ঠা করেন শতশত ছেলে মেয়েত দায়িত্ব নিয়েছেন, অনেক পরিবারকে সু শিক্ষিত করেছেন তিনি, ভান্তে ধর্মীয় এবং সামাজিক অনেক দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন যা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, বক্তারা আরো বলেন তিনি সকল সম্প্রদায়ের প্রিয়ভাজন ছিলেন, এমন গুনীজনকে হারিয়ে সকলে শোক প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ভান্তে সুনজর আমার উপর ছিলো বলেই এখনো পর্যন্ত আমি সুনামের সাথেই চলছি, ভান্তের মৃত্যুতে আবারো শোক প্রকাশ করছি। তিনি শাক্যমুনি বৌদ্ধ বিহার ও কাচালং শিশু সদনের যেসকল উন্নয়ন মূলক কাজ বাকী আছে আগামী অর্থ বছরের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
বিকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভদন্ত তিলোকানন্দ মহাথের'র মরদেহ পেটিকাবদ্ধ করা হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪