রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মারিশ্যা জোন সদরে বাঘাইছড়ি উপজেলার স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্ত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জোন কমান্ডার কর্তৃক উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবৈধ চোরাচালান হতে নিজেদেরকে বিরত রাখার জন্য প্রেষণা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক, মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান, সহকারী পরিচালক মোঃ আজিমুল হক, চৌমুহনী ও উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সমিতির সাধারণ সম্পাদক নাহিদুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪