আইনুদ্দীন আল আজাদ রহ. কে মরণোত্তর
“খতমে নবুওয়ত এওয়ার্ড” সম্মাননা।
খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমীর
মুফতী নূর হোসাইন নূরানী সাহেব ও খতমে নবুওয়ত এর পক্ষ থেকে কলরব প্রতিষ্ঠাতা মরহুম মাওঃ আইনুদ্দীন আল আজাদ রহ. কে মরণোত্তর “খতমে নবুওয়ত এওয়ার্ড” প্রদান করে মরহুমের ছোট সহদর জনাব মোঃ সিরাজুল ইসলাম কলরব পরিবারের হাতে।
এবং জামিয়াতুত তাকওয়া হিফজুল কুরআন ন্যাশনাল মাদ্রাসা লক্ষ্মীপুর শাখার পক্ষ থেকে ও নারায়াণগঞ্জ, বিসিক, যুব আন্দোলন কর্তৃক আয়োজিত বিজয় উৎসবে এবং নিলফামারী যুবসমাজের পক্ষ থেকে কলরব প্রধান হাঃ মাওঃ আবু সুফিয়ান ও কলরব পরিবার কে বিশেষ সম্মাননায় ভূষিত করে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪