আজ থেকে নমিনেশন ফরম জমা শুরু করেছেন প্রার্থীরা প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মে ১৫, ২০২২ //নিজস্ব প্রতিনিধি// বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন, তফসিল অনুযায়ী নমিনেশন ফরম দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাছাই বাছাই হবে ২৬ মে এবং প্রতিক বরাদ্দ হবে ২৭ মে। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আজ (১৫ মে) রবিবার সকাল থেকে প্রার্থীদের মনোনয়ন ফরম গ্রহণ করছেন, তিনি বলেন আজ থেকে প্রার্থীরা নমিনেশন ফরম দাখিল করা শুরু করেছেন, আমরা ১৭ তারিখ পর্যন্ত ফরম সংগ্রহ করবো এবং ২৬ তারিখ প্রার্থীদের নিয়ে উপজেলা মিলনায়তনে যাছাই বাছাই প্রক্রিয়া শেষ করবো। তিনি আরো বলেন বর্তমান নির্বাচন কমিশনের অধিনে এটি প্রথম নির্বাচন তাই আমরা সর্বোচ্চ নীতিমালার বিধান অনুযায়ী কাজ করবো এজন্য প্রার্থীদের সহযোগীতা কামনা করছি। ১ম ফরম জমাদান কারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী রুবেল চাকমা বলেন, আমি এখনো পর্যন্ত আমার ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে আছি এবং আজ নমিনেশন ফরম জমা করছি। উল্লেখ্য যে, ২০০৪ সালে গঠিত ২২.৮০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত বাঘাইছড়ি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১০৯৯৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫৭২১ জন এবং মহিলা ভোটার ৫২৭২ জন। ৯ টি কেন্দ্রে মোট ৩৮ টি বুথে অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারই প্রথমবারের মত বাঘাইছড়িতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: