আমতলীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

//সংবাদদাতা-মোঃ মহিউদ্দিন//

বাঘাইছড়ি উপজেলার আলতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কবীর পুর এলাকায় হাজেরা খাতুন(২১) নামে বুদ্ধি প্রতিবন্ধি এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি থানার আমতলী ফাঁড়ির পুলিশ ঘরের আড়া থেকে হাজেরা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী বলেন মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধি তার পরিবারটি খুবই অসহায় , মানসিক ভারসাম্যহীনতার কারণে সে আত্মহত্যা করেছে বলে মনে হয়।

আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নোমান বলেন আমরা সংবাদ পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করি, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় মুরব্বি দের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বাঘাইছড়ি থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডাইরি করা হয়েছে।