রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসেন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহবায়ক সানি দেব ও যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সবুজ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পারভেজ হোসেনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পারভেজ হোসেন কে সাংগঠনিক পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪