আমতলী ইউনিয়ন যুবলীগ কমিটিতে সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক আসাদ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমতলী ইউনিয়ন শাখা কমিটিতে সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া মনোনীত।

সোমবার (১০ জুলাই) বেলা ০২ ঘটিকায় আমতলী  ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমতলী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা দেন  বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জগৎ দাশ।

আমতলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মোঃ আবুল খায়ের এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য খায়ের আহাম্মদ, উপদেষ্ঠা সুলতান আহমদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন,  সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক মনির হোসেন সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ।

গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে আমতলী ইউনিয়ন যুবলীগের সম্মেলন করার কথা থাকলেও নেতাকর্মীদের দাবীতে আহবায়ক কমিটি গঠন করা হয়। আবহায়ক আব্দুল কুদ্দুছ ও সদস্য সচিব আবুল খায়ের ইউনিয়নের ৯ ওয়ার্ডের কমিটি প্রস্তুত করে সম্মেলনের জন্য উপজেলা কমিটিকে সম্মেলনের জন্য আহবান জানান।

আংশিক কমিটিতে যারা রয়েছেন সভাপতি – মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি- মোঃ ফোরকান, সাধারণ সম্পাদক- মোঃ আসাদ মিয়া, যুগ্ম সম্পাদক- মুজাহিদুর রহমান, সাকিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক-নুরুল ইসলাম মিন্টু।