আমতলী মোটর বাইক চালক সমতির নির্বাচনে সভাপতি মাহবুব ও সস্পাদক রুবেল নির্বাচিত প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নস্থ আমতলী মোটর বাইক চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। শুক্রবার (১৬ জুন) সকাল ১০ ঘটিকায় আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে নির্বাচন পরিচালক আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন এর পরিচালনা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটার সংখ্যা ৬১ জনের মধ্যে ৫৭ জন উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। তিনটি পদের প্রার্থীতার মধ্যে নির্বাচন হয়। সভাপতি পদে মাহাবুবুল আলম ও সাগর খান, সাধারণ সম্পাদক পদে রুবেল আলম ও ইসমাইল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহেল রানা নির্বাচিত হন। সকাল থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রদান করেন, পুরো নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করে পাবলাখালী পুলিশ ফাড়ির ইনচার্জ আবু হোসাইন ও তার টীম। নির্বাচনে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরী, আমতলী ইউপি সচিব মোঃ ছগির হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম মিন্টু, মাফিয়া বেগম, ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়, ফলাফল সভাপতি প্রার্থী মাহবুব আলম ৪০ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী সাগর খান ১৭ ভোট পায় এবং সাধারণ সম্পাদক পদে রুবেল আলম ৩৬ ভোট ও ইসমাইল হোসেন ২১ ভোট পায়। নির্বাচন পরিচালক মনির হোসেন সভাপতি হিসেবে মাহবুব আলম, সাধারণ সম্পাদক হিসেবে রুবেল আলম ও কোষাধ্যক্ষ হিসেবে সোহেল রানার নাম ঘোষণা করেন। আমতলী মোটর বাইক চালক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আমতলী এলাকায় উৎসব মূখর পরিবেশ লক্ষ করা যায়। SHARES আমতলী ইউনিয়ন বিষয়: