//সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম, বান্দরবন//
বান্দরবনের আলীকদমে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৭ফেব্রুয়ারী) আলীকদম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা মহিলা আওয়ামীগের সভানেত্রী আংক্রা মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন।
আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আয়েশা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বলেন, ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা প্রদান ও নারীদের উন্নয়নে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে,মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী হতে হবে। মহিলা আওয়ামী লীগ শক্তিশালী হলে আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাত আরো বেশি শক্তিশালী হবে।
তিনি আরো বলেন,উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকার দেশকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করেছে। দ্রুত গতিতে এগিয়ে চলছে বাস্তবায়নাধীন বিভিন্ন মেগা প্রকল্পের কাজ।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফোগ্য মার্মা, ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগে সাবেক সভা নেত্রী এনুচা মার্মা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদিকা রোজিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ প্রমুখ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪