বুধবার পাকিস্তান সরকার জানায়, যে, সৌদি আরব ও ইরান উভয়েই কূটনীতি ও আলোচনার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তিতে আগ্রহ দেখিয়েছে, যে উদ্যোগ উপসাগরীয় এলাকায় যুদ্ধের ঝুঁকি কমাতে সহায়তা করবে I পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী,শাহ মেহমুদ কোরেশী সাংবাদিকদের জানান, ইসলামাবাদের নেয়া শান্তি উদ্যোগের প্রতি প্রতিদ্বন্দ্বী দুটি দেশ আলোচনার প্রতি উৎসাহ প্রকাশ করেছে I কূটনৈতিক উদ্যোগের প্রয়াস হিসাবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান সম্প্রতি তেহরানে, প্রেসিডেন্ট হাসান রৌহানির সঙ্গে সারাদিন ব্যাপী এক মধ্যস্ততা আলোচনায় মিলিত হন I ইরান সরকার পাকিস্তান, তথা প্রধানমন্ত্রী, ইমরান খানের এই উদ্যোগের প্রশংসা করেছে I
পরে প্রধানমন্ত্রী, ইমরান খান রিয়াদ সফর করে তদেরকে ইরানের মনোভাবের কথা ব্যক্ত করেন I রিয়াদ সরকারও উত্তেজনা প্রশমনের নিমিত্ত এই শান্তি উদ্যোগের প্রতি স্বাগত জানায়। সূত্র: ভয়েস অফ আমেরিকা।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪