ইমাম-মুয়াজ্জিনদের মাঝে  মেয়র জমির হোসেন এর ঈদ উপহার প্রদান

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার সকল ওয়ার্ডের ঈমাম ও মুয়াজ্জিনদের আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিজ বেতন ভাতা হতে ঈদ উপহার প্রদান করলেন পৌর মেয়র জমির হোসেন।

রবিবার (২৫ জুন) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি পৌরসভার মেয়রের কার্যালয়ে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বাঘাইছড়ি উপজেলা সদর জামে মসজিদের খতিব ফয়জুল আমিন কুতুবি এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, শিষ্ট ব্যাবসায়ী হাজী শাহ আলম উপস্থিত ছিলেন।

মেয়র জমির হোসেন বলেন, আমরা দেখি প্রতি বছর শুধু রমজান মাসে মসজিদ পরিচালনা কমিটি  ইমাম-মুয়াজ্জিনদের ঈদ বোনাস দিয়ে থাকেন কিন্তু কুরবানি ঈদে কোন বোনাস-ভাতা দেয়া হয়না, এই বিষয়টি আমার কাছে মানবিক দৃষ্টিকটু মনে হয়েছে তাই এ বছর থেকে উদ্যোগ নিয়েছি পৌর এলাকার ২০ টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রতি বছর কুরবানি তথা ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার স্বরুপ সম্মানী প্রদানের চেষ্টা করবো, একই সাথে পৌর এলাকার মন্দির ও ক্যায়াং এর ভান্তে-পুরোহিতদেরও উপহার প্রদান করা হবে । তিনি বলেন আমার এই উদ্যোগটি সম্পুর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং আমার সাথে অংশগ্রহণ করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিটা এলাকার মসজিদ পরিচালনা কমিটি ও বিত্তবানদের কাছে অনুরোধ করে মেয়র জমির হোসেন বলেন আপনারা ইমাম মুয়াজ্জিনদের শুধু মাসিক বেতন নয় ঈদের সময় উনাদের পরিবার পরিজনের কথা ভাববেন।

প্রধান অতিথি বৃষকেতু চাকমা বলেন, মেয়র হিসেবে জমির হোসেনের কার্যক্রম আমার  দৃষ্টিতে প্রশংসার দাবীদার বিশেষ করে আজকের এই মহতী আয়োজন। ইমাম মুয়াজ্জিনদের বিশেষ ভাবে মুল্যায়নের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, একইসাথে তিনি ইমাম মুয়াজ্জিনদের কাছে মেয়র জমির হোসেন এর জন্য দোয়া কামনা করেন।

ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে উপজেলা সদর জামে মসজিদের খতিব ফয়জুল আমিন কুতুবি বক্তব্যে বলেন বাঘাইছড়ি পৌরসভার ইতিহাসে আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, বর্তমান মেয়র জমির হোসেনের এমন উদ্যোগের জন্য।  দোয়া করছি তিনি যেন সুন্দরভাবে পৌরসভা পরিচালনা করতে পারেন।

আলোচনা শেষে ৪০ জন ইমাম মুয়াজ্জিন, ৭ জন ভান্তে ও ১ জন পুরোহিতকে ১৫০০ টাকা করে উপহার প্রদান করা হয়।