||মোঃ ইব্রাহীম ||
রাঙ্গমাটির বাঘাইছড়ি উপজেলার দ্বিতীয় বৃহত্তর বাজার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এজেন্ট আউটলেট কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারের হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ৩বীর লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া পিএসসির পক্ষে উক্ত জোনের ক্যাপ্টেন ইউ সাব্বির আহমেদ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাঙ্গামাটির এসএভিপি শাখা প্রধান মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দৌস মোহাম্মদ, বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি শাখা ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান অমেলেন্দু বিকাশ চাকমা, দুরছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মদন মল্লিক প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকার মোঃ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট দুরছড়ি এর মালিকানা প্রতিষ্ঠান মেসার্স নিহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ নুর আলম।
বক্তারা বলেন বাংলাদেশের সর্বোচ্চ গ্রাহকের ব্যাংক ইসলামী ব্যাংক সারা দেশে রয়েছে এই ব্যাংকের কার্যক্রম তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ি উপজেলা সদরের পর এবার দুরছড়িতে এজেন্ট ব্যাংক আউটলেট স্থাপন করায় দুরছড়ি সহ আশেপাশের বাজার ও এলাকাবাসী নিয়মিত ব্যাংকিং সেবা পাবে যা পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য অনেক বেশী কার্যকরী পদক্ষেপ বলে সকলে মন্তব্য করেন।
সভা শেষে অতিথিরা ফিতা কেটে দুরছড়ি বাজার এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন করেন।
মেসার্স নিহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ নুর আলম বলেন দেশের অন্যতম বৃহত্তম এবং দুর্গম উপজেলা বাঘাইছড়ি এখানে বেশ কয়েকটি বড় বড় বাজার-হাট বাজার রয়েছে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, ব্যাংকিং সেবা না থাকায় ব্যবসায়ীরা দ্রুত লেনদেন করতে পারেন না যার ফলে সময় ও অর্থ উভয় দিকেই লোকসান গুনতে হতো ব্যবসায়ীদের একই সাথে চাকুরীজীবি বা উদ্যোক্তারা হাতের নাগালে ব্যাংক না থাকা অর্থ সঞ্চয় করতে পারতো না এইসব বিষয় চিন্তা করে সকলের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আমরা এজেন্ট ব্যাংক কার্যক্রম শুরুর পরিকল্পনা করি। তিনি আরো বলেন ইসলামী ব্যাংক হাজারো ব্যাংকের তালিকায় টানা এক যুগ ধরে দেশের একমাত্র সেরা ব্যাংক হিসেবে পরিচিত, সকলের সহযোগিতা পেলে সঠিক ব্যাংকিং সেবা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪