ঈদ এ মিলাদুন্নবী (স) উপলক্ষে রাঙামাটিতে ১২ দিন ব্যাপি মিলাদ মাহফিল প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২১ //মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি // বিশ্ব মানবতার মুক্তির দিশারী শফিউল মুজনেবিন হযরত রাসুল করিম (স.)এর শুভ আগমনের খুশি উদযাপন উপলক্ষে রাঙামাটিস্থ হযরত আব্দুল্লাহ ফকির (রঃ) মাজার কমপ্লেক্স জামে মসজিদ মুসল্লী পরিষদের ব্যবস্থাপনায় ১২দিন ব্যাপি মিলাদ মাহফিল শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি হযরত আব্দুল্লাহ ফকির (রঃ) মাজার কমপ্লেক্স জামে মসজিদে এই মাহফিলের সূচনা হয়। প্রতিদিন সন্ধ্যা মাগরিব নামাজের পর থেকে রাত ৯টা পর্যন্ত আগামী ১২ দিনে এ মাহফিল চলবে। মাহফিল শুরুতে হযরত আব্দুল্লাহ ফকির (রঃ)মাজার কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা হাফেজ আবুল কালাম হাশেমী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব হযরত আলহাজ মাওলানা ছৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী , আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকসুদ আহাম্মেদ, জাতীয় ইমাম সমিতির জেলা কমিটির সভাপত মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গনি চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুর রহিম কাদেরী সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: ঈদে মিলাদুন্নবী