উগলছড়ি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

|| মুহাম্মদ রিয়াজ ||

বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে অবস্থিত উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রদের বরণ, ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২১ মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অনন্ত সিং চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যানে বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা।

বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল বিহারী চাকমা, স্থানীয় ইউপি সদস্য বদি আলম, উপজেলা কৃষকলীগ নেতা মোঃ উসমান গণি, অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা এস এস সি পরীক্ষার্থীদের ভালোভাবে প্রস্ততি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফল করে আলোকিত মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিরকুমার চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা সহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।