//সংবাদদাতা-মোঃ মহিউদ্দিন//
বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় বিলের পানিতে ডুবে তনক চাকমা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় খেলতে গিয়ে বাড়ির পাশের উগলছড়ি বিলের পানিতে তলিয়ে যায় তনক চাকমা। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তনক চাকমা উগলছড়ি এলাকার সুশীল কুমার চাকমার ছেলে। একমাত্র ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেনা তার পরিবার। ছেলের কথা বলে বার বার জ্ঞান হারাচ্ছে তনকের মা । এ ঘটনায় স্থানীয় প্রতিবেশীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪