উগলছড়িতে ১৪ তম সুন্নী সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

//মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি//
উগলছড়িতে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) ও শাহাদাতে কারবালা উদযাপন উপলক্ষে স্মরণকালের স্মরণীয় এক আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৬ অক্টোবর) বাদে মাগরিব থেকে উপজেলার উগলছড়ি নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আবদুন নুর(মা জি আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ জাফর আলী খাঁন,বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ আব্দুল কাইয়ুম,সাবেক প্যানেল মেয়র জনাব হাজী আব্দুল শুক্কুর,কাচালং সরকারি উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম,হাজী মোঃআলী সওদাগরসহ আরো অনেকে।

প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম খতিবের হাট জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া আলকাদেরী, আরো তকরির পেশ করেন উগলছড়ি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রাশেদুল ইসলাম নেজামী,মাওলানা ফরিদ উদ্দিন নুরী প্রমুখ।এসময় স্থানীয় ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং দাখিল মাদরাসার সিনিয়র আরবি মুদাররেছ মাওলানা মোজাম্মেল হক নুরী, সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী,মাওলানা হাফেজ সাইফুল ইসলাম আত্তারী,মাওলানা হায়দর আলী, মাওলানা আনোয়ার হোসেনসহ অসংখ্য ওলামায়ে কেরাম।

বক্তারা হযরত মুহাম্মদ মুস্তফা(দ.)’র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও শান্তির ধর্ম ইসলাম কোনধরণের জঙ্গিবাদ-উগ্রবাদ সমর্থন করে না এবং মহানবী হযরত মুহাম্মদ(দ.)-এর প্রকৃত আদর্শ বাস্তবায়নে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরিশেষে দেশ-জাতির সুখসমৃদ্ধি কামনা করে মিলাদ-কিয়াদ ও আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়