উজোনী শিল্পী গোষ্ঠীর নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩ মুহাম্মদ ইব্রাহীম || রাঙ্গামাটির বাঘাইছড়িতে উজোনী যুব শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গত ২৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট প্রদান সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বিশেষ অতিথিদের মধ্যে কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে উজোনী যুব শিল্পী গোষ্ঠীর সদস্য এনবি চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উজোনী যুব শিল্পী গোষ্ঠীর সভাপতি ও নৃত্য প্রশিক্ষক শুভতম চাকমা। বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়নের ৪০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে, আজ সমাপনী দিনে শিক্ষার্থীরা চাকমা, মার্মা, লুসাই সহ বিভিন্ন ভাষার গানের সাথে নৃত্য পরিবেশন শেষে সার্টিফিকেট সংগ্রহ করে। অতিথিরা বলেন, উজোনী শিল্পী গোষ্ঠী বাঘাইছড়ি উপজেলার সাংস্কৃতিক অঙ্গণকে উজ্জীবিত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখছে। তারা তরুণ প্রজন্মকে সাংস্কৃতিমনা করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে তাদের এই ধারা অব্যাহত থাকুক। উজোনী যুব শিল্পী গোষ্ঠীর সভাপতি ও নৃত্য প্রশিক্ষক শুভতম চাকমা বলেন আমি অনেকদিন ধরে লেখাপড়ার পাশাপাশি গান ও নৃত্য নিয়ে কাজ করে আসছি আমার অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, একটা ইচ্ছা ছিলো প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার জন্য আজ তা সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। SHARES সংগঠন বিষয়: