//নিজস্ব প্রতিবেদক//
১৯ সেপ্টেম্বর, রবিবার রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।
উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদদাছ্ছের হোসেন ।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন।
পরে জেলা পুলিশের প্রীতিভোজে অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও পুলিশ সুপার।
এছাড়াও এসময় রাঙ্গামাটি জেলা পুলিশ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪