মহামান্য হাইকোর্টের আদেশে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে তিনটি ইটভাটা।
শনিবার (১৫ মার্চ) বিকেলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার এই তিনটি ইটভাটা স্থায়ী ভাবে বন্ধ করে দেন।
এসময় পানি ছিটিয়ে আগুন নিভানোর পাশাপাশি কয়েক হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পরে হাইকোর্টের রিটপিটিশনের আদেশের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪