উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুঃনরায় দায়িত্বে শাহরিয়ার হোসেন ও জগৎ দাশ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

বাঘাইছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১১ ফেব্রুয়ারী শনিবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি।
সম্মেলনের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈম, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির হোসেন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, নুর মোহাম্মদ কাজল, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা হতে আগত ছাত্রলীগের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করার পাশাপাশি বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পায়রা ওড়ানোর মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।
দীর্ঘদিন পর বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সম্মেলন বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় জেলা যুবলীগ সহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দদের বক্তারা ধন্যবাদ জানান। আগামী জাতীয় নির্বাচনে বাঘাইছড়িতে যুবলীগ শক্তিশালী অবস্থানে থেকে নির্বাচনে উল্লেখ্যযোগ্য ভুমিকাপালন  করার আহবান জানান।

প্রথম অধিবেশন শেষে দলীয় কার্যালয়ের হল রুমে কাউন্সিলরদের সাথে সভায় অংশগ্রহণ করেন জেলা ও কেন্দ্রীয় যুবলীগের নেত্রবৃন্দ। সভাপতি পদে বর্তমান সসভাপতি মোঃ শাহরিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে জগৎ দাশ ছাড়া অন্য কোন প্রার্থী থাকায় কোন বীনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শাহরিয়ার হোসেনকে সভাপতি ও জগৎ দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

উৎসব মুখর আয়োজনে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর যুবলীগের প্রায় এক হাজারের অধিক নেতাকর্মদের সমাগম হয়।