উপজেলা লিগ্যাল এইড কমিটি ও ইউপি চেয়ারম্যানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

বাঘাইছড়ি উপজেলা লিগ্যাল এইড কমিটি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে  অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো: জুনাইদ (সিনিয়র সহকারী জজ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার ওসি আনোয়ার হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত সকলকে লিগ্যাল এইড প্রসঙ্গে বিস্তারিত জানান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যাগুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা।

এর আগে সকালে উপজেলার কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে হলরুমে সরকারি খরচে কীভাবে আইনি সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে অবহিতকরণ সভা হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও অন্যান্য শিক্ষকসহ চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার আমতলী ইউপির মাহিল্যা, পৌর এলাকার মুসলিম ব্লক, বটতলী ও জীবতলীতে বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন ও বাদী-বিবাদীর সঙ্গে মীমাংসা সভা করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার।