ডেংঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত রোগ যা ডেংঙ্গু ভাইরাস সংক্রমণের মাধ্যমে হয়। এডিস মশা কামড়ের তিন থেকে পনের দিনের মধ্যে উপসর্গ গুলো দেখা যায়।এগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যাথা, বমি, মাংসপেশি ও গিটে ব্যাথা, পাতলা পায়খানা, লাল ফুস্কুড়ি ইত্যাদি।
কিছু কিছু ক্ষেত্রে ডেংঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে। যেমন রক্তের প্লেটলেট বা অণুচক্রিকা এর মাত্রা কমে গিয়ে প্লাজমা বা রক্তরস নিঃসরণ হয় যাকে ডেংঙ্গু শক সিন্ড্রম বলে। এটি ডেংঙ্গুর মারাত্মক রূপ যা জীবন নাশের আশংকা থাকে। আগে ধারণা করা হত ডেংঙ্গু মশা শুধু দিনের বেলা কামড়ায় কিন্তু গবেষণার দেখা গেছে ডেংঙ্গু রাতেও কামড়াতে পারে। তাই এটা প্রতিরোধ এ দিন রাত সবসময় বিছানায় মশারী ব্যাবহার করতে হবে।
বাড়ির আশেপাশের পরিত্যক্ত ময়লা আবর্জনা পরিস্কার রাখতে হবে, টবের পাশে জমে থাকা পানিতে ও ডেংঙ্গু জন্মে। তাই পানি জমতে দেওয়া যাবে না। ডেংঙ্গুর লক্ষ্মণ দেখা দিলে ৩ দিনের মধ্যে ডেংঙ্গু এন এস ওয়ান পরীক্ষা করে জানা যায় ডেংঙ্গু সংক্রমণ হয়েছে কি না। এই পরীক্ষা সাধারণত আপনার নিকটস্থ হেলথ কমপ্লেক্স বা ডায়াগনস্টিক সেন্টার গুলোতে হয়ে থাকে। লক্ষ্মণ দেখা দিলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন।
লেখক- ডাঃ রাজিউর রহমান আল-রাজি
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪