এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সক্রেটিস চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজ এর সভাপতি শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা’র অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপি’র সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ অভিভাবক ও শিক্ষিক বৃন্দ। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টিরও বেশি ইভেন্টে খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: