এবার লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষার স্বীকৃতি পেল বাংলা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলে। লন্ডনে ইংরেজির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। এবার সেরার সেরা স্বীকৃতি পেল বাংলা ভাষা। লন্ডনে বাংলা ভাষা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল। স্বভাবতই যা বাঙালিদের কাছে গর্বের।

বাংলা ভাষার পরেই স্থান রয়েছে পোলিশ ও তুর্কির। বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যেকোনো একটি ভাষায় কথা বলেন লন্ডনের ১ লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। ‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এই রিপোর্ট প্রকাশ করেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র ও বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষা করা হয়েছিল।