বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় অবস্থিত এম.এম.সি (MMC) ব্রিক ফিল্ডে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ মার্চ বেলা ৩ ঘটিকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ইট ভাটায় অবৈধ ভাবে গাছ পুড়ানোর দায়ে এম.এম.সি ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ইউ এন ও রুমানা আক্তার। এসময় বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রিক ফিল্ডে যেন গাছ কেটে পুড়ানো না হয় এবং পাহাড় কেটে ইট তৈরী করা না হয় সে লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪