ঐতিহাসিক ৭ মার্চে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৪ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে৷ বৃহস্পতিবার (৭মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বাঘাইছড়ি থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কতৃক পুস্পস্তবক অর্পণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও শিরীন আক্তার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, সহকারী কমিশনার মাহফুজুর রহমান, কাচালং সরকারি ডিগ্রী কলেজর অধ্যক্ষ নজরুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দৌস মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করেই কারন বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ ছিলো বাঙালির মুক্তির ডাক। বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে দেশ প্রেমে সততার সাথে নিজেকে গড়ে তোলার আহবান জানান। সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ( ভাষণ, চিত্রাঙ্কন, আবৃতি) অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। SHARES জাতীয় বিষয়: