ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির গুণীজন সম্মননা পেলেন দিলীপ কুমার দাশ

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

রাঙ্গামাটিগে ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস্ সোসাইটির উদ্যোগে বিজয় দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলার ১০ গুণীজনদের সম্মননা প্রদান সহ হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৭ ডিসেম্বর শনিবার রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস্ সোসাইটির সভাপতি অরূপ মুৎসুদ্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদুল ইসলাম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ সহ স্থাণীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজনীতি অবদান ও পার্বত্য রাঙ্গামাটির শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য সংসদ সদস্য দীপংকর তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাঘাইছড়ি উপজেলার প্রবীন সাংবাদিক ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ কে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও লংগদু উপজেলার সাংবাদিক এখলাস মিয়া খান সহ মোট ১০ গুণজনদের সম্মাননা স্মারক প্রদান করে সংগঠনটি।

বাঘাইছড়ি উপজেলার প্রবীন সাংবাদিক দিলীপকুমার দাশ ইতিপূর্বে বিভিন্ন সংস্থা হতে বিশেষ বিশেষ সম্মাননা পেয়েছেন তারমধ্যে অন্যতম “এশিয়া ছিন্নমূল মানবধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন” ও  “দৈনিক গিরিদর্পণ”

 

অনুষ্ঠান শেষে রাঙ্গামাটির শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।