সাজেক ইউনিয়নে ৩/৯/২০২২ তারিখে সকাল ৯.৩০ মিঃ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়নের সমন্মিত ব্যবস্তাপনায় কংলাক পাড়াসহ আশেপাশে বিভিন্ন পাড়ায় গরীব অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
বাঘাইহাট (৫৪ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম এএমসি এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যপ্টেন মোঃ মনোয়ার হোসেন এএমসি এর নেতৃত্বে সাজেক ইউনিয়ন কংলাক পাড়া, রইলুই পাড়া, বনপাড়া,দারিয়া পাড়া, হামারিপাড়া,উত্তর লরিপাড়া ও ফাইলিং পাড়ায় সর্বমোট ১১৬ জনকে চিকিৎসা সেবা প্রধান করেন।
এসময় মেডিকেল ক্যাম্পেইনে লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি অধিনায়ক বাঘাইহাট ব্যাটেলিয়ন (৫৪ বিজিবি) লেঃ কর্ণেল মোহাম্মদ শরীফ উল্লাহ আবেদ এসজিপি অধিনায়ক, মারিশ্যা ব্যাটেলিয়ন (২৭ বিজিবি) এবং সাজেক ইউনিয়নের স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪