রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কলেজ পাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে সিরাতুল মুনতাহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুসলিম ব্লক কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে, মৃতুর বিষয়টি নিশ্চিত করেন শিশুর পিতা মোঃ নুর হোসেন৷
স্থানীয়রা জানান শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন এ সময় সে ঘরের বাহিরে খেলা করছিলো কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা, কোথাও না পেয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ভাসতে দেখেন, পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[caption id="attachment_5262" align="alignnone" width="198"] প্রিয়ন্তী কর্মকার[/caption]
এর আগে গত শুক্রবার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামের প্রিয়ন্তী কর্মকার(১৪) নামে এক কিশোরী কাচালং নদীতে গোসল করতে নেমে ডুবে গেছে বলে জানা যায়, ৩ দিনেও তার খোজ মিলেনি এখনো বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪