কাউন্সিলর ইউসুফ নবীর সাথে দুর্যোগ মোকাবেলায় বটতলী কিংস এলিভেন প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৩ নিজস্ব প্রতিনিধি || বাঘাইছড়িতে টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলী এলাকায় ছোট ছোট পাহাড় ধ্বস হয়েছে এবং রাস্তার পাশে থাকা গাছ রাস্তায় পড়ে যানচলাচলে বিগ্ন ঘটে। ধ্বসে পড়া মাটি ও গাছ সরানোর কাজ করেছে বটতলী কিংস এলিভেন নামে একটি যুব সংগঠন যার পরিচালনায় ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ নবী। সোমবার (৬ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা ৬ নং ওয়ার্ডের নিচু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোজ নিচ্ছেন ঘরে পানি উঠছে কিনা, পানি উঠলে এলাকাবাসীদের আশ্রয় কেন্দ্রে যাবার নির্দেশনা দিচ্ছেন এবং প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ৬নং ওয়ার্ড এলাকাটি সমতল এবং পাহাড়ি অঞ্চল, উপজেলা – দুরছড়ি সড়কের পাশে রয়েছে ছোট ছোট পাহাড় বা টিলা, টানা বৃষ্টির ফলে গাছ সহ টিলা ধ্বসে পড়ছে রাস্তায় ফলে যান চলাচলে ঘটছে বিগ্ন তাই কাউন্সিলর ইউসুফ নবী এলাকার তরুনদের নিয়ে আজ ব্যাস্ত দিন কাটিয়েছেন রাস্তার উপর পড়ে থাকা মাটি ও গাছ সরানোর কাজে। শুধু রাস্তা নয় অনেকের বাড়ির পাশে এমন ধ্বসে পড়া মাটি সরানোর কাজও করেছে কিংস এলিভেনের সদস্যরা, এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার কাউন্সিলর ইউসুফ নবী ও তার টীমের কাজের জন্য প্রশংসা করেন। ইউসুফ নবী বলেন আমার দায়িত্ব জনগনের সেবা করা আমি চেষ্টা করে যাচ্ছি এলাকার তরুণদের ভালো কাজের সাথে সম্পৃক্ত রেখে মাদকমুক্ত তরুন প্রজন্ম গড়ে তুলতে। বন্যার বিষয়ে তিনি বলেন ইতিমধ্যে আমি নিচু এলাকার প্রতিটা বাড়িতেই গিয়েছি এবং বন্যার সম্ভাবনা দেখা দিলে আশ্রয় কেন্দ্রে দ্রুত চলে আসার জন্য। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: