কাচালং কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩ বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শতাধীক হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কাচালং কল্যান সমিতি। রবিবার (১৬ এপ্রিল) বিকালে কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগিদের মাঝে ঈদ সামগ্ৰী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় বিশেষ অতিথিরা ছিলেন পৌর প্যানেল মেয়র ত্রিদিব দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম ও প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোহাম্মদ হোসাইন বাবুল, কাচালং কল্যান সমিতির সভাপতি জেবল হোসেন সহ সমিতির সকল সদস্যগণ ও উপকারভোগীরা উপস্হিত ছিলেন। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: