কাচালং দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩ || মুহাম্মদ এস কে রিয়াজ || বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) কাচালং দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার ১৯৮২ সালের দাখিল পরীক্ষার্থী চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। আয়োজন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক রিয়াজুল আলম, অন্যান্যদের মধ্যে তৌহিদুর রহমান, মাওলানা কবির আহাম্মদ, মাওলানা ওমর ফারুক বক্তব্য রাখেন। আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রতি বছর ২৯ রমজানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়, একই সাথে শিগ্রই প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা ফয়জুল আমীন। ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাচের প্রায় শতাধীক ছাত্র-ছাত্রী উপস্থিত হয়। SHARES শিক্ষাঙ্গন বিষয়: