কাচালং নদী হতে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ১ লাখ  টাকা জরিমানা 

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাষ্টার পাড়া এলাকায় কাচালং নদী হতে অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে দুই বালু ব্যাবসায়ির কাছ থেকে  ১ লাখ টাকা  জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তলনের অপরাধের বালু ব্যাবসায়ি  আমানত উল্লাহ ও সফিক উদ্দিনকে ৫০ হাজার করে   ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে নদী থেকে বালু সর্বরাহ পাইপ কেটে ধংস করা হয়। পরে বালি উত্তলন বন্ধ করে দেয়ার পাশাপাশি স্থানীয় সবাইকে সতর্ক করা হয়।