কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩ বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা স্কুল কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দশম শ্রেণী শিক্ষা সমাপনী ও বার্ষিক প্রতিভা সন্ধানী অনুষ্ঠান -২০২৩বএর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্নহয়েছে। আজ ২১ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যানে বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, প্যানেল মেয়র ত্রিদিব দাশ, পৌর কাউন্সিলর রুবেল চাকমা, মিঠেল চাকমা, কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার সহ গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঞ্চম কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা। সভা শেষে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা সহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। SHARES শিক্ষাঙ্গন বিষয়: