কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই পেলো সাত শতাধীক শিক্ষার্থী

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

পিয়াল দত্ত||

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭০০ এর অধিক শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছেন।

সোমবার (১ জানুয়ারি ) বেলা ১২ ঘটিকায় কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে বই বিতরণ উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান। সহকারী শিক্ষক মুহাম্মদ ইয়াছিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, একসময় বই বিতরণ হতে হতে বছরের ২-৩ মাস সময় অতিবাহিত হতো কিন্তু বর্তমানে প্রতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিনেই একযোগে সারা দেশে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। একযোগে বিতরণের কারনেই এটি উৎসব হিসেবে কাজ করে সকল শিক্ষার্থীর মাঝে।

সভা শেষে ৬ষ্ঠ শ্রেণী হতে ৯ম শ্রেণীর ৩জন করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

উল্লেখ্য যে উপজেলার ১৫২ প্রাথমিক ও ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই পেয়েছে ২৩১৯২ শিক্ষার্থী।