রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলার কাঠ মিস্ত্রী (ফার্নিচার) সমবায় সমিতি লিমিটেড এর ৩ বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বাঘাইছড়ি কাঠ মিস্ত্রী ফার্নিচার সমবায় সমিতি লিমিটেড এর অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ আইয়ুব আলী'কে সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক ও মোঃ মোবারক হোসেনকে কোষাধ্যক্ষ করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, উক্ত সমিতিতে মোট সদস্যর সংখ্যা ৩৮ জন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম সহ উক্ত সমিতির সদস্যবৃন্দ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪