খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্রদল সভাপতি সাব্বির এর জন্মদিনে দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়  বি এন পি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাংঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এর জন্মদিন উপলক্ষে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত মোল্লার পক্ষ থেকে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।
শনিবার (৩১ আগষ্ট) বিকেলে পৃথক দুটি প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা ও বটতলী মদিনাতুল এলম বালক বালিকা হেফজখানার এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী প্রদান ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং সাব্বির আহমেদ এর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি  উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সফিকুল ইসলাম শাকিল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য শামিম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য নাছির ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ সাংগঠিন রহিম, ছাত্রদলের কর্মী মজিবর, সাইফুল, মুন্না, মিসবাহ, কামরুল, জনি, পারবেজ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং হাবিবুর রহমান তারেক সদস্য কাচালং সরকারি কলেজ ছাত্রদল প্রমুখ।