শেখ নাসির উদ্দিন, খুলনাঃ খুলনা মহানগরীর খালিশপুরে নিউজপ্রিন্ট মিলের অভ্যন্তরে দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মো. ইমরান।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ইমরান নগরীর খালিশপুরের আলমনগর এলাকার মো. মনিরের পুত্র।
স্থানীয় সূত্র জানান, ইমরান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। এ সময় দেয়াল ধসে তার মুখের ওপর পড়ে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪