রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমরা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সাথে সমাবেশে আগত বিভিন্ন দলের দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
রবিবার(২৮মে) সকাল দশ ঘটিকায় খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুয়েল চাকমার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মদন কান্তি দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখার সহ সভাপতি বৃষকেতু চাকমা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন।
বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য খায়ের আহাম্মদ, উপদেষ্ঠা সুলতান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, তন্টুমনি চাকমা, আনোয়ার মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আওয়ামীলীগ নিয়ে চক্রান্তকারীদের সকল বাধা ডিঙ্গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিক দিপংকর তালুকদারকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হতে আহবান জানান। আহ্বান জানান।
কর্মীসভায় নিরপক্ষীয় কিছু মানুষ সহ আওয়ামী বিরোধী দলের দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪