খোলাবাজারে চাল বিক্রি শুরু, প্রতি কেজি ৩০ টাকা প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির রোধে বাঘাইছড়িতে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন এই চাল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পৌর মেয়র জমির হোসেন বলেন, চালের বাজার দর স্থিতিশীল রাখতেই ওএমএস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পৌর সদরের ৩টি পয়েন্টে, উপজেলা মসজিদ মার্কেট, বটতলী, মুসলিম ব্লক এলাকায় ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি করা হচ্ছে। ডিলার প্রতি বরাদ্দ ২ মেট্রিক টন। একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে। টিসিবি কার্ডধারী মাসে দুই বারে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবে। আগামী তিন মাস এ কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ত্রিদিব দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লিটন দেওয়ান ও ওসিএলএসডি আবদুল হাই, ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ উপস্থিত ছিলেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: