গণপ্রকৌশল দিবস উপলক্ষে রাঙামাটি আইডিইবি’র আলোচনা সভা ও র্যালী প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ “বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হলো গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২০ নভেম্বর) সকালে আইডিইবি রাঙামাটি জেলা শাখার আয়োজনে শহরের কাঁঠালতলীস্থ আইডিইবি ভবনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আইডিইবি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীনের সঞ্চালনায় এবং সভাপতি প্রকৌশলী নিরঞ্জন নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবি অর্ন্তবর্তীকালীন কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক (চট্টগ্রাম) প্রকৌশলী জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল করিম, আইডিইবি রাঙামাটি জেলার মহিলা বিষয়ক সম্পাদিকা রেণুকা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ নোমান, রাঙামাটির বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীবৃন্দ, প্রকৌশল শিক্ষার্থীসহ আইডিইবি’র সদস্য প্রকৌশলীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, আইডিইবি শুধুমাত্র প্রকৌশলীদের সংগঠন নয়। এটিকে সাধারণ মানুষের আস্থার সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। আইডিইবি’র ইতিহাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের ইতিহাস। দল মতের উর্দ্ধে গিয়ে ভবিষ্যতে আইডিইবিকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য আস্থার সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দেশের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। সভাপতি নিরঞ্জন নাথ বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা জন্ম থেকেই জ্বলছে। তাদের যোগ্য সম্মান ছিনিয়ে নিতে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এখনো চলমান রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে ভাগিদার হয়েছে। ভবিষ্যতেও নতুন রাষ্ট্র বিনির্মানে সকলকে অংশীদার হওয়ার আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী আইডিইবি ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। SHARES রাঙ্গামাটি বিষয়: