চন্দ্রঘোনা বালু ভর্তি মিনি ট্রাকে ধাক্কা ১ জন নিহত আহত-২ প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২২ //চাইথোয়াইমং মারমা, রাজস্থলী// রাঙামাটির জেলা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাট এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়। রবিবার বিকেল সাড়ে ৪ টায় এই দূর্ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেন। নিহত নাম পারুল দাশ(৫০) চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা বলে জানা যায় । এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ(৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫) । গণমাধ্যমকে জানান,চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন, অমিত, রাশিক বলেন, রবিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঙ্গালহালিয়া হতে আসা বালুর্ভতি ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল এবং দুইটি সিএনজিকে ধাক্কা দেন। এইসময় সিএনজিতে যাত্রী পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এইছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথে পারুল দাশ মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈগল জানান, হাসপাতালের আনার আগে একজন পথে মারা যান এবং বাকি দুই জনের আঘাত গুরুতর হওয়ায় আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। SHARES রাঙ্গামাটি বিষয়: