চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে বন্যার্তদের পাশে মারিশ্যা জোন প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪ টানা ৪ দিনের বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সকল ইউনিয়নের নিচু এলাকা এবং পৌরসভার ৯ টি ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়েছে, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে মানুষজন, উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত ৫ শতাধিক মানুষের মাঝে খিচুরি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকাল ৫ ঘটিকায় নিজে উপস্থিত থেকে প্রতিটা আশ্রয় কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খোজ খবর নেন এবং খাবার বিতরণ করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লে: কর্ণেল আতিকুর রহমান। মেডিকেল ক্যাম্পেইনে মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)র মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান। ২৭ বিজিবির একটি দক্ষ টীম খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। খাবার বিতরণ করা এলাকা ও স্থানের মধ্যে বাঘাইছড়ি পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র বায়তুশ শরফ ২ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র আয়নামতি আজিজ পাড়া স: প্রা: বিদ্যালয়, ৩ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র মুসলিমব্লক স: প্রা: বিদ্যালয়, ৪ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র কাচালং দাখিল মাদ্রাসা ও কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা ছিলো উল্লেখযোগ্য। খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাচালং দাখিল মাদ্রাসায় মেডিকেল ক্যাম্পেইনে পুরুষ, মহিলা, এবং শিশু সহ মোট ৮০ জনকে চিকিৎসা সেবা ও বিমামূল্যে ঔষধ প্রদান করা হয়। জোন অধিনায়ক বলেন, গত ৪ দিনের বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা যার ফলে নিন্মাঞ্চলের লোকজন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং অনেকেই নিজ বাড়িতে কষ্ট করে আছেন, মারিশ্যা জোন ২৭ বিজিবি সর্বদা বন্যার্তদের সার্বিক বিষয়ে পাশে আছে। SHARES প্রচ্ছদ বিষয়: