চিকিৎসা সেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন হরিন জয় ত্রিপুরা প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্গম লংতিয়ান পাড়া, কমলাপুর, অরুণ পাড়া সহ আরো কয়েকটি গ্রামে গত ৭জুন হতে ১৪ জুন জীবনের ঝুঁকি নিয়ে ডায়রিয়া সহ স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিশেষ সম্মাননা পেলেন স্বাস্থ্য সহকারী হরিন জয় ত্রিপুরা। বুধবার (১২জুলাই) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, বাঘাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অলিভ চাকমা, সকলেই হরিন জয় ত্রিপুরার দায়িত্বশীলতার ভূয়সী প্রসংশা করেন এবং সকল ডিপার্টমেন্ট এর কর্মকর্তা কর্মচারীদের এমন দায়িত্ববান হওয়ার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, দুর্গম লংতিয়ান পাড়ায় ডায়রিয়া চিকিৎসায় হরিন জয় ত্রিপুরার ভূমিকা ছিলো দৃষ্টান্ত, উপজেলা প্রশাসনের উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রেখেছে আমি তার ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করি। সম্মাননা পাওয়ার পর হরিন জয় ত্রিপুরা ব্যাক্তিগত, চাকুরী জীবনের সহযোগী ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন এই সম্মাননা আমার কর্মজীবনকে আরো দায়িত্ববান হিসেবে গড়ে তুলবে, দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: