চৌমুহনী চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২ বাঘাইছড়ি উপজেলার প্রাণকেন্দ্র তথা চৌমুহনী চত্বরে বাঘাইছড়ি থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। গতকাল ১১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার চৌমুহনী শাপলা চত্বরে উন্মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আহম্মেদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন বুলু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খাজু মিঞার সঞ্চালনায় সভায় বক্তারা মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ সহ স্থানীয় আইন শৃঙ্খলা বজায় রাখায় বাঘাইছড়ি থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। সমাবেশে বিভিন্ন পেশাজীবী মানুষের সমাগম হয়। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: