বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে সারা দেশে ৩২ ছাত্রদলের নেতাকর্মী হত্যার প্রতিবাদে বিচারের দাবীতে বাঘাইছড়িতে কাচালং সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় কাচালং সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের পর কলেজ অডিটোরিয়ামের সামনে সমাবেশ করে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ নুর কবির এর সভাপতিত্বে সদস্য সচিব সরোয়ার গাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা সাহাদাত মোল্লা এছাড়াও অন্যান্যদের উপস্থিত ছিলো আশরাফ উদ্দিন, রবিউল হোসেন, রহমান, জালাল,আনিছ, তারেক,শ্যামল, নূর আলম, শাহিন,আল আমিন প্রমুখ
বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৩২ ছাত্রদলের নেতাকর্মী সহ সারাদেশের সকল ছাত্রদের হত্যার বিচারের দাবী জানান এবং বাঘাইছড়ি সহ কাচালং কলেজে ছাত্রলীগের গুন্ডাদের অবস্থান করতে দেয়া হবে না, তারা আরো বলেন এখন থেকে সাধারণ ছত্র-ছাত্রীরা নির্ভয়ে নিরাপদে চলাচল করবে আমরা ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি।
(প্রেস রিলিজ)
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪