||বঙ্গলতলী প্রতিনিধি||
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউয়নের ১নং ওয়ার্ডে নব নির্মিত জারুলছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে রং করিয়ে দিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
গত ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কুলের রং করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউ এন ও রুমানা আক্তার এবং সোমবার (১৭ জুলাই) রঙের কাজটি সম্পন্ন হয়েছে।
জারুলছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি বঙ্গলতলী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার জনগনের অর্থায়নে নির্মিত হয়ে চলতি বছর হতে পাঠদান কার্যক্রম শুরু হয় । বিদ্যালয়ে বর্তমানে ১ম শ্রেণী হতে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২ (দুই) শতাধীক এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা ২০ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরেন্টু চাকমা বলেন এলাকার মানুষের সার্বিক সহযোগীতায় দ্রুত স্কুলের কার্যক্রম শুরু হয়, স্কুলের রংয়ের কাজটি অসমাপ্ত হওয়ায় স্কুলের দৃশ্যটি পরিপূর্ণ সুন্দর ছিলোনা ইউ এন ও স্যারের উদ্যোগে দ্রুত রং করা হয়েছে এখন স্কুলের চেহারা বদলে গেছে শিক্ষার্থীরাও খুব আনন্দিত। তিনি স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাতুলময় চাকমা বলেন, জারুলছড়ি এলাকা ও আশেপাশের ছেলেমেয়েরা লেখা পড়ার জন্য হয় বিটি উচ্চ বিদ্যালয়ে যেত অন্যথায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে যেত , দুরুত্বের কারনে অনেকের লেখা পড়া বন্ধ হয়ে যায় ফলে আমরা দীর্ঘদিনের পরিকল্পনায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে স্কুল নির্মাণের উদ্যোগ নেই, বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়াশোনা করছে, ইউ এন ও মহোদয় স্কুল উদ্বোধনকালে স্কুলে রং করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করেন আমরা সকলে স্যারের প্রতি কৃতজ্ঞ।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪