জীবঙ্গছড়া স্পোর্টিং ক্লাবের ১৬ তম ঐতিহ্যবাহী বিঝু উৎসবের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

|| মুহাম্মদ এস.কে রিয়াজ ||

“বিঝু মানে সাংস্কৃতিক নান্দনিকতার সমাবেশ ভ্রতৃপূর্ণ  উৎসবের প্রাণকেন্দ্র” এই প্রতিপাদ্যকে ধারণ করে বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ জীবঙ্গছড়া (বাবুপাড়া) স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী বিজু উৎসবের শুভ উদ্বোধন হয়েছে।

আজ ৩০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বাবুপাড়া মাঠে বিঝু উৎসব ১৪২৯ বঙ্গাব্দকে কেন্দ্র করে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, সাবেক ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা মৎস কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমা, মহিলা কাউন্সিলর চঞ্চলা চাকমা সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।

বিজু উৎসবের আয়োজনে মহিলাদের কলসিতে বল নিক্ষেপ খেলার মধ্য দিয়ে বিঝু উৎসবের শুভ সুচনা হয়। পুরস্কার বিতরণ ও মুল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রায় ২ শতাধীক নারী-পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।