রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ঝাঁক জমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
২৬ মার্চ উপজেলা পরিষদ মাঠে দিনের প্রথম কর্মসূচীতে সরকারি - বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহের অংশগ্রহণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা শেষে অস্থায়ী স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন , কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সভায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী-বিজিতাদের মাঝে পুরস্কার বিতরণ সহ হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।
দিনের ২য় কর্মসূচীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠানে বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। এসময় সংবর্ধিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধারা সহ বিশেষ অতিথিদের মধ্যে পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ সহ বিভিন্ন দপ্তর প্রধান ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সকলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং মহান মুক্তিযোদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক এবং নববর্ষ ভাতা প্রদান করা হয়।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঘাইছড়িতে আনুষ্ঠানিক ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কার্যক্রম শেষ হয়।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪