ঢাকা মহানগর নান্দাইল ছাত্র ফোরামের কমিটি গঠন সম্পন্ন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

আজ (০৬ই ডিসেম্বর ২০১৯ ইং) রোজ শুক্রবার ঢাকা মহানগর নান্দাইল ছাত্র ফোরামের কমিটি গঠন ও সদস্য পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ শামীম আহমেদ। উপস্থিত ছিলেন নান্দাইলের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম। উপস্থিত ছিলেন নান্দাইলের কৃতি সন্তান, উত্তরা ০৬ নং সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ বকুল।

সভাপতিত্ব করেন নান্দাইলের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট জনাব সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব খাইরুল ইসলাম, জনাব ইসমাইল হোসেন, জনাব ফয়সাল রহমান, মহফুজা আক্তার, ইয়াসমিন আক্তার, শারমিন সেজুতী সহ নান্দাইলের অসংখ্য বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা মহানগর নান্দাইল ছাত্র ফোরামের মাধ্যমে সামাজিক সেবা মূলক কাজ, পাঠাগার, নান্দাইলের মেধাবী অসহায় ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান সহ অনেক উন্নয়নমূলক কাজ করার প্রত্যয়ে নতুন উদ্যমে কাজ করে যাবো।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,  রবিন রহমান, রফিকুল ইসলাম রফিক, মেহেদী হাসান তামিম, গোলাম কিবরিয়া রিপন, জাকির হোসেন, নজরুল ইসলাম, আবু তাহের সহ আরো অনেকে।